কতদিন দেখি নি দু'চোখ : আইয়ুব বাচ্চু





কতদিন দেখি নি দু'চোখ

এই রুপালি রাত তারার মেলায়
উঁকি দেয়া মেঘের ভেলায়
উদাসী মন শুধু হারায়
মন প্রয়োজন অনুভবে অপার
নিবিড় এক বাঁধনের বন্যায়
দূরে আছে আমারই আশায়

কতদিন দেখি নি দু'চোখ
নির্ঘুম চোখ বন্ধু তোমায়
তুমি কি এমন সময়
তাকিয়ে আকাশ ভাবছো আমায়?
কতদিন দেখি নি দু'চোখ
নির্ঘুম চোখ, বন্ধু তোমায়
তুমি কি এমন সময়
তাকিয়ে আকাশ ভাবছোআমায়?

এই রাত এমন রাত
এখানেই সব বলা যায়
খুলে দাও মনের দ্বার
দেখো আছি পাশে তোমার
ভালো লাগা সব নিয়ে
সাদা মেঘ উড়ে যায়
তুমি পাবে ছোঁয়া তার
পাঠালাম যা তোমায়

কতদিন দেখি নি দু'চোখ
নির্ঘুম চোখ বন্ধু তোমায়
তুমি কি এমন সময়
তাকিয়ে আকাশ ভাবছো আমায়?
কতদিন দেখি নি দু'চোখ
নির্ঘুম চোখ বন্ধু তোমায়
তুমি কি এমন সময়
তাকিয়ে আকাশ ভাবছো আমায়?

মায়াময় এই রাতে
শিস দিয়ে যায় যে হাওয়া
তোমারই জন্য গান
তোমাতেই পৃথিবী পাওয়া
জল জোছনার মাঝে
ভালো লাগা ছড়ালাম
অনুরনে থেকে যাবে
তোমারি ভাবনায়

কতদিন দেখি নি দু'চোখ
নির্ঘুম চোখ বন্ধু তোমায়
তুমি কি এমন সময়
তাকিয়ে আকাশ ভাবছো আমায়?
কতদিন দেখি নি দু'চোখ
নির্ঘুম চোখ বন্ধু তোমায়
তুমি কি এমন সময়
তাকিয়ে আকাশ ভাবছো আমায়?

এই রুপালি রাত তারার মেলায়
উঁকি দেয়া মেঘের ভেলায়
উদাসী মন শুধু হারায়
মন প্রয়োজন অনুভবে অপার
নিবিড় এক বাঁধনের বন্যায়
দূরে আছে আমারই আশায়

কতদিন দেখি নি দু'চোখ
নির্ঘুম চোখ বন্ধু তোমায়
তুমি কি এমন সময়
তাকিয়ে আকাশ ভাবছো আমায়?
কতদিন দেখি নি দু'চোখ
নির্ঘুম চোখ, বন্ধু তোমায়
তুমি কি এমন সময়
তাকিয়ে আকাশ ভাবছো আমায়?

শিল্পী: আইয়ুব বাচ্চু

Post a Comment

0 Comments