অতসী
অতসী তোমাকে ভালোবাসি
বড় বেশি খুব বেশি
তুমি তা জানলেনা কখনো
তুমি তা দেখলেনা কখনো
অতসী তোমাকে
খুব বেশি ভালোবাসি
মেঘে ঢাকা আকাশ আমি
রাতের আকাশে তারা তুমি
মেঘে ঢাকা আকাশ আমি
রাতের আকাশে তারা তুমি
তুমি দুরে বহু দুরে
আছো দাঁড়িয়ে
কিছু না বলে
তুমি তা জানলেনা কখনো
তুমি তা দেখলেনা কখনো
অতসী তোমাকে
খুব বেশি ভালোবাসি
বিকেলের ফিরে যাওয়া পাখির মত
তোমাকে আমি কত
ডেকেছি যে কাছে
বিকেলের ফিরে যাওয়া পাখির মত
তোমাকে আমি কত
ডেকেছি যে কাছে
তুমি শোননি পিছুও দেখনি
এই আমাকে অপার স্বপ্নগুলো
তুমি তা জানলেনা কখনো
তুমি তা দেখলেনা কখনো
অতসী তোমাকে
খুব বেশি ভালোবাসি
অতসী তোমাকে ভালোবাসি
বড় বেশি খুব বেশি
শিল্পী : আইয়ুব বাচ্চু
0 Comments