চিরটাকাল : জেমস




চিরটাকাল

থাকিস যদি পাশাপাশি
বাসিস যদি ভালো
আসিস যদি কাছাকাছি
যতটা চাই ততো
চিরটাকাল সংগে রবো..
চিরটাকাল সংগে রবো..
চিরটাকাল সংগে রবো..

চিরটাকাল..

পারিস যদি মুছে দিতে হৃদয়ের যত ক্ষত
হতে যদি পারিস আমার
ঠিক আগের মতো

চিরটাকাল সংগে রবো
চিরটাকাল..
কসম খোদার তোরই রবো
চিরটাকাল

সুখের সাথি নাইবা হলে
দুখের সাথি হয়েই রবো

একা ঘরে করুন সুরে
বেদনার গান শুনিয়ে যাবো
চিরটাকাল সংগে রবো
চিরটাকাল সংগে রবো
চিরটাকাল সংগে রবো
চিরটাকাল

প্রেমের ভাষা বুঝিস যদি
আপন হয়ে থাকিস যদি
কথা দিলাম তোরই ছিলাম তোরই রবো
তোরই রবো
কসম খোদার
চিরটাকাল সংগে রবো 

শিল্পী: জেমস

Post a Comment

0 Comments