দুখিনী দুঃখ করো না : জেমস




দুখিনী দুঃখ করো না 

চেয়ে দেখ উঠেছে নতুন সূর্য
পথে পথে রাজপথে চেয়ে দেখ রঙের খেলা
ঘরে বসে থেকে লাভ কি বল
এসো চুল খুলে পথে নামি
এসো উল্লাস করি…
দু:খিনি দু:খ করোনা…….দু:খিনি.. দু:খিনি। 

আঁধারের সিঁদ কেটে আলোতে এসো
চোখের বোরখা নামিয়ে দেখ জোছনার গালিছা
ঘর ছেড়ে তুমি বাইরে এসো
চেয়ে রংধনু চেয়ে দেখ সাতরং
দু:খিনি দু:খ করোনা…….দু:খিনি.. দু:খিনি। 

মিছিলের ভীড় ঠেলে সামনে এসো
দু:খের পৃষ্টা উল্টে দেখ স্বপ্নের বাগিছা
ঘরে বসে থেকে লাভ কি বল
এস হাতে হাত রাখি
এসো গান করি।
দু:খিনি দু:খ করোনা…….দু:খিনি.. দু:খিনি। 

রা….রা…..রা
রারারা…..রা.. 

দু:খিনি দু:খ করোনা…….দু:খিনি.. দু:খিনি।
দু:খিনি দু:খ করোনা…….দু:খিনি.. দু:খিনি। 

শিল্পী : জেমস

Post a Comment

0 Comments