পাগলা হাওয়ার তোড়ে : জেমস



পাগলা হাওয়ার তোড়ে

পাগলা হাওয়ার তোড়ে
মাটিরও পিদিম নিভূ নিভূ করে
পাগলা হাওয়ার তোড়ে
মাটিরও পিদিম নিভূ নিভূ করে
ওরে ওরে হাওয়া থাম নারে
বন্ধু আসছে বহুদিন পরে
ওরে ওরে হাওয়া থাম নারে
বন্ধু আসছে বহুদিন পরে

চন্দ্র গেছে দূর পরবাসে
তাঁরা জ্বলেনি ঐ আকাশে
পিদিম রে তুই নিভে গেলে
বন্ধুরে দেখবো কি করে
চন্দ্র গেছে দূর পরবাসে
তাঁরা জ্বলেনি ঐ আকাশে
পিদিম রে তুই নিভে গেলে
বন্ধুরে দেখবো কি করে
ওরে ওরে হাওয়া থাম নারে
বন্ধু আসছে বহুদিন পরে
ওরে ওরে হাওয়া থাম নারে
বন্ধু আসছে বহুদিন পরে

বিজলী চমকালো না এসে
জোনাকগুলো নেইকো পাশে
পিদিম রে তুই নিভে গেলে
বন্ধুরে চিনবো কি করে
বিজলী চমকালো না এসে
জোনাকগুলো নেইকো পাশে
পিদিম রে তুই নিভে গেলে
বন্ধুরে চিনবো কি করে
ওরে ওরে হাওয়া থাম নারে
বন্ধু আসছে বহুদিন পরে
ওরে ওরে হাওয়া থাম নারে
বন্ধু আসছে বহুদিন পরে 


পাগলা হাওয়ার তোড়ে
মাটিরও পিদিম নিভূ নিভূ করে
পাগলা হাওয়ার তোড়ে
মাটিরও পিদিম নিভূ নিভূ করে
ওরে ওরে হাওয়া থাম নারে
বন্ধু আসছে বহুদিন পরে
ওরে ওরে হাওয়া থাম নারে
বন্ধু আসছে বহুদিন পরে
পাপ্পাপ পারাপ্পাপ পাপ্পাপ
পারাপ্পাপ পাপ্পাপ পারাপ্পাপ
পাপ্পাপ পারাপ্পাপ
হে পাগলা হে হাওয়া
হে পাগলা... হে পাগলা...
ও বন্ধু আসছে বহুদিন পরে... 


শিল্পী : জেমস

Post a Comment

0 Comments